Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

এখন সময়: সোমবার, ৭ জুলাই , ২০২৫, ০৯:৫৫:১৯ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরে যৌতুক মামলায় ঈমাম হোসেন নামে এক ব্যক্তিকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি ঈমাম হোসেন ঝিকরগাছর বিষ্ণুপুর গ্রামের হাবিবর  রহমানের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালে আসামি ঈমাম হোসেন হরিদ্রাপোতা গ্রামের আবু সাইদের মেয়ে শরিফা খাতুনকে বিয়ে করেন। বিয়ের তিন মাসের মাথায় ঈমাম হোসেন ১ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এ সময় ঈমাম হোসেনকে ১ লাখ টাকা যৌতুক দেয়া হয়। কয়েক বছর যেতে না যেতে ঈমাম আবারও ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকরে টাকা দিতে অস্বীকার করায় আসামি ঈমাম আলী তার স্ত্রীকে সন্তানসহ পিতার বাড়ি তাড়িয়ে দেয়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে ২০২১ সালের ৫ অক্টোবর শরিফা খাতুন স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ মামলার সাক্ষী গ্রহণ শেষে আসামি ঈমাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৩ বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ঈমাম হোসেন পলাতক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)