Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দামুড়হুদায় প্রায় ১০ কেজি সোনাসহ চোরাকারবারী আটক

এখন সময়: শুক্রবার, ১৮ এপ্রিল , ২০২৫, ০৭:৫৩:৩৫ পিএম

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রাম থেকে ৯ কেজি ৮৬০ গ্রাম ওজনের ৫৮টি স্বর্ণবারসহ চোরাকারবারী রকিবুল ইসলাম (৩৫) কে আটক করেছে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি কালো-লাল রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক স্বর্ণের বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা। রকিবুল ইসলাম ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল শাহ মো. ইশতিয়াক পিএসসি বৃহস্পতিবার বিকালে জাফরপুর বিজিবি সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান, বৃহস্পতিবার ১১টার দিকে ভারতে স্বর্ণ পাচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে বারাদী বিওপির হাবিলদার জুলহাস উদ্দিনসহ একদল বিজিবি সদস্য সীমান্তের ৭৯ নম্বর খুঁটি হতে ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের কবরস্থান এলাকায় অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে একটি কালো-লাল রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল চালিয়ে যেতে দেখে তাকে দাঁড়াতে বললে, সে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটকের পর তার মোটরসাইকেল তল্লাশী করে সীট কভারের নীচে এয়ার ক্লিনার ফিল্টার বক্সের ভেতর থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১১টি প্যাকেটে ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে ও চোরাচালানী কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি  দর্শনা থানায় জমা করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)