Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ফুলতলায় মানববন্ধন

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০২:৫৯:৩২ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় হাজী ইউনুচ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ^াসকে নির্যাতনের প্রতিবাদে ফুলতলায় মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ফুলতলা স্বাধীনতা চত্ত¡রের সামনে খুলনা-যশোর মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, সহকারী অধ্যাপক সালমা খাতুন, প্রভাষক ড. রতন কুমার হালদার, প্রধান শিক্ষক মনিরা পারভীন, এইচ এম এ হালিম, মহসিন বিশ^াস, মোশারফ হোসেন, তাপস কুমার বিশ^াস, প্রশান্ত রায়, মোঃ গোলাম মোস্তফা, আঃ হাই গাজী, প্রেমচাঁদ দাস, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সুশান্ত কুমার বিশ^াস, মোঃ আহসান হাবিব মিন্টু, মোঃ জুলফিকার আলী, খাজিদা খাতুন, সহকারী শিক্ষক পবিত্রা হালদার, মমতাজ পারভীন, ইদ্রিস আলী, শ্যামপদ মন্ডল, বিজয় কৃষ্ণ হালদার, অমিয় কুমার মল্লিক, সুজিত রায়, মাহিতলাল মল্লিক, মোস্তাফিজুর রহমান, নাসিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিমান চন্দ্র নন্দী। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)