কয়রায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

এখন সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ১০:৩০:০৫ পিএম

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতার মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণে কর্মশালা বুধবার বেলা ১১ টায়  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম।

এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান। প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, সমবায় অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, কয়রা থনার এসআই মনিরুল ইসলাম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, প্রভাষক চপল চন্দ্র রায়, শিক্ষক আঃ হালিম, মাওলানা আয়ুব আলী, ইউপি সদস্য আবু হাসান প্রমুখ।