Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় কৃষকের রোভিং সেমিনার অনুষ্ঠিত

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৬:৫৯:৩৩ এম

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদফতরের উদ্যোগে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়নকরণ প্রকল্পের আওতায় ৫০ জন কৃষকের রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল দশটার দিকে কৃষি প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসেন শহীদ সরোওয়ারর্দী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমান আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,  সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম ও দৈনিক স্পন্দন পত্রিকার আলমডাঙ্গা অফিস প্রধান অধ্যক্ষ জামসিদুল হক মুনি।

কৃষি স¤প্রসারণ অফিসার কৃষিবিদ সোহেল রানার পরিচালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ ও আরিফুল ইসলাম। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন ইব্রাহিম হোসেন, আরিফুল ইসলাম, আখতারুজ্জামান, আহসান হোসেন মল্লিক, আবু জাফর, হাসানুজ্জামান, তামিম হাসান ও সুমন আলী ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)