Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কয়রায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

এখন সময়: শনিবার, ১২ জুলাই , ২০২৫, ০৮:৫৪:৫১ এম

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রার বামিয়া সরদারবাড়ি মোড় এলাকায় মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় রমজান আলী (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে আলী বামিয়া গ্রামের কিনু সরদারের ছেলে এবং বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিকে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে কয়রা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান আলী সাইকেলে করে বিদ্যালয় থেকে বাড়ি যাচ্ছিল। যাওয়র পথে বামিয়া সরদারবাড়ী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকাগাছাগামী একটি বাস সদরে তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে। এরপর বাসের সামনের চাকা তার মাথার উপরে উঠে যায়। ঘটনাস্থলে সে মারা যায়।

কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে। বাসের আগুন নিভানোর পর বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)