আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী গরু খামারিদের প্রশিক্ষণ

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৬:২৬:০৮ পিএম

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে ৩ দিন ব্যাপী গরু খামারিদের প্রশিক্ষণ কর্মশালার বুধবার ছিল শেষ দিন।

আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে এই খামারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার প্রাণিসম্পদ প্রশিক্ষণ হলরুমে খামারি প্রশিক্ষণের উদ্বোধন করেন আলমডাঙ্গা ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. গোলাম হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।

 ৫০ জন খামারির ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের শেষ দিন বুধবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. গোলাম মোস্তফা। এসময় বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহ হিল কাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি ও প্রশিক্ষক শরিয়তুল্লাহ।