শরণখোলায় উদ্ধার অজগর বনে মুক্ত

এখন সময়: বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ০৩:২০:১৪ এম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় হাঁস মুরগির খোপ থেকে ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের বিশাল এক অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মো. আ. রাজ্জাকের বাড়ি থেকে ওয়াইল্ড টিম, ভিটিআরসি ও বনবিভাগের সহায়তায় অজগরটিকে উদ্ধার করা হয়।

আবদুর রাজ্জাক হাওলাদার বলেন, সকালে হাঁস-মুরগির ডাকাডাকিতে ঘুম ভাঙে বাড়ির লোকজনের। খোপের মুখ খুলতেই ভেতরে বিশাল এক অজগর দেখতে পান। অজগরটি তিনটি রাজহাঁস এবং একটি পাতিহাঁস গিলে খোপেই শুয়ে ছিল।

ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলেটেটর মো. আলম জানান,  হাঁসগুলো খেয়ে হজম করতে না পারায় সাপটি নড়াচড়া বা চলার মত অবস্থায় ছিল না। মুরগির খোপ থেকে সাপটি বাইরে বের করে আনার পর সাপের মুখ থেকে চারটি হাঁসের মরদেহ বেরিয়ে আসে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, লোকালয় থেকে একটি অজগর উদ্ধারের খবর শুনে বনরক্ষীরা সাপটি শরণখোলা ষ্টেশন অফিসে নিয়ে আসে। পরে বনে অবমুক্ত করা হয়েছে।