Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কচুয়ায় শহিদ শেখ ফজলুল হক মনি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ২৮ মার্চ , ২০২৫, ০৫:২৭:৩৩ এম

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় শহিদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজের নবীন বরণ-অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলেজের হলরুমে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি ও কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ অ্যাড. মীর শওকাত আলী বাদশা। এতে স্বাগত বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ নরেশ চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা  ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মীর ফজলে সাঈদ ডাবলু, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সমাজ সেবা অফিসার মো.হাসিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জণ কুন্ডু, সরকারী শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হর প্রসাদ মিস্ত্রী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, সাংবাদিক মোল্লা আ.রব। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)