গ্রীষ্মকালীন ছুটি বাতিল চায় ইবি শিক্ষার্থীরা

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৭:২১:০১ পিএম

ইবি প্রতিনিধি: গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবিতে সরব হয়ে উঠেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। একই দাবিতে বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি দিয়েছে ইবি ছাত্র ইউনিয়ন।

এ সময় উপস্থিত ছিলেন ইবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি, কোষাধ্যক্ষ ওবায়েদুর রহমান আনাসসহ অন্যান্য নেতাকর্মী।

স্মারকলিপিতে তারা বলেন, প্রতিবছরের ন্যায় বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১ থেকে ১৩ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। করোনা মহামারির কারণে সারাদেশে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিলো। যার ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, ল্যাব, পরীক্ষা সম্পূর্ণ বন্ধ ছিলো। এছাড়াও বিভিন্ন বিভাগে সেশনজট তৈরি হয়েছে। এমতাবস্থায় গ্রীষ্মকালীন ছুটি আরো বাড়তি চাপ তৈরি করবে। তাই আমরা এই ছুটি বাতিলের জোর দাবি জানাচ্ছি।

ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের (শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী) সাথে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।