যশোরে ট্রাক চুরি মামলায় শাহিন রিমাণ্ডে

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৪:২৩:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে ট্রাক চুরি মামলায় আটক শাহিন বিশ্বাস ১ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম রিমাণ্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। শাহিন বিশ্বাস ঝালকাঠির নলসিটি উপজেলার কুলকাঠি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি বর্তমানে শহরের পুরাতন কসবা ঘোষপাড়ার সাধনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

মামলার অভিযোগে জানা গেছে, ১৫ মে রাতে যশোর শহরতলীর সুজলপুরে অভিযান চালায় র‌্যাব। এ সময় (ঢাকা মেট্রো-ট-১৬-০৭২৭) নম্বর একটি ট্রাক দেখে সন্দেহে হলে মালিক কে জানতে চায় র‌্যাব। এ সময় ট্রাকে থাকা শাহিন বিশ্বাস নিজে ট্রাকের মালিক বলে জানান। এ সময় ট্রাকের কাগজপত্র চাইলে শাহিন দেখাতে ব্যর্থ হয় এবং র‌্যাবকে জানায় ট্রাকটি চোরাই। পরে শাহিনকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক শাহিনের ৫ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। গতকাল শাহিনের রিমাণ্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।