Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির দোয়া

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর , ২০২৫, ০৯:৪৯:৫৪ পিএম

বাগেরহাট প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাট জেলা বিএনপি কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল করেছে। এতে বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ দু’হাত তুলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনা করেন।
শুক্রবার সন্ধ্যায় শহরের স্বাধীনতা উদ্যানে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমন, কেন্দ্রীয় নেতা সাবেক এমপি শেখ মুজিবর রহমান, শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, শেখ শমশের আলী মোহন, খাদেম নিয়ামুন নাসির আলাপ, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, সরদার অহিদুল ইসলাম পল্টু প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)