কেশবপুর প্রতিনিধি : কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে। থানা পুলিশ সুত্রে জানাগেছে- গত বুধবার রাতে থানা পুলিশের এক চৌকস অফিসারের নেতৃত্বে একদল চৌকস ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক উপজেলার রঘুরামপুর গ্রামের আবুল খায়ের গাজীর পুত্র মহিবুর রহমান রশীদ (৪২), সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দোরমুঠিয়া গ্রামের মনিরুদ্দীনের পুত্র রহমত আলী (৪৫) ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি কালিয়ারই গ্রামের ওহাব আলীর পুত্র রজব আলী গাজী (৪২)। কেশবপুর থানায় বৃহস্পতিবার দুপুরের ডিউটি অফিসার এস আই মামুনুর রহমান দৈনিক স্পন্দনকে বলেন, বুধবার রাতে বিশেষ অভিযানে গ্রেফতারকৃত আওয়ামী লীগের তিন নেতাকে বৃহস্পতিবার যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।