Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা বিএনপি নেতা নাগিব হোসেনের

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর , ২০২৫, ১১:২২:০৮ পিএম

ফরহাদ খান, নড়াইল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে (কালিয়া উপজেলা ও নড়াইল সদরের একাংশ) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন-বিএনপি নেতা অধ্যাপক বি এম নাগিব হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দৈনিক স্পন্দনকে স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণার কথা বলেন তিনি।
জিয়া পরিষদ নড়াইল জেলা কমিটির সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি এম নাগিব হোসেন বলেন, আমার জীবন নিয়ে আমি শঙ্কিত। আমার জনপ্রিয়তা এবং তৃণমূলের নেতাকর্মীদের সমর্থনের কারণে কালিয়ার একটি পরিবারের দ্বারা যে কোনো সময় আমি মারা যেতে পারি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তৃণমূলের নেতৃবৃন্দ আমাকে সমর্থন দেয়ায় আমি ওই পরিবারের বিরাগভাজন হয়েছি। ওই পরিবারের সদস্যরা এবং তাদের কয়েকজন অনুসারী আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানা ধরনের হুমকি-ধামকি ও ভয়ভীতি দিচ্ছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে বিষয়টি জানিয়েছি। যদি আমি মারা যাই, তাহলে আপনারা নিউজ করবেন।
নাগিব হোসেন বলেন, আমি এখনো দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী। আশা করছি, আমাদের খুলনা বিভাগীয় সাংগঠনিক অভিভাবক (সম্পাদক) অনিন্দ্য ইসলাম অমিতসহ দলীয় হাইকমান্ড নড়াইল-১ আসনটি পুনর্বিবেচনা করে আমাকে চূড়ান্ত মনোনয়ন দিবেন। কারণ, তৃণমূল নেতৃবৃন্দ সবাই আমার সঙ্গে আছেন। আমার প্রয়াত ভাই জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশন ও সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রয়াত বি এম বাকির হোসেনের দলে অনেক অবদান রয়েছে। আওয়ামী লীগ আমলে কারাগারে নির্যাতন করে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। আমি ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য থেকে শুরু করে জিয়া পরিষদ ও বিএনপির সঙ্গে আজীবন রয়েছি। তাই আমি ধানের শীষের প্রতীক পাওয়ার উত্তরাধিকারী। নড়াইল-১ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন-কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল করিম, জাসাসের জেলা কমিটির সাধারণ সম্পাদক কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর স ম ইকরাম রেজা, নড়াইল পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্যা খায়রুজ্জামান, কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলাম মাহিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নড়াইল-১ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মাঠে আছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)