মাগুরা প্রতিনিধি : দক্ষতা নিয়ে যাব বিদেশ রেমিটেন্স নিয়ে গড়ব স্বদেশ, এই প্রতিপাদকে সামনে নিয়ে মাগুরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও আন্তর্জাতিক প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে টিটিসি চত্বরে আন্তর্জাতিক অধিবাসী দিবস উপলক্ষে র্যালি শেষে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী সিরাজউদ্দৌহা, সদর উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যরা। আলোচনা সভা শেষে বিদেশগামী মেধা বৃত্তিতে চেক প্রদান করা হয়।