Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নারী হকি টুর্নামেন্টে জয়ে শুরু স্বাগতিক যশোরের

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর , ২০২৫, ১১:২৭:১৭ পিএম

ক্রীড়া প্রতিবেদক : যশোরে বৃহস্পতিবার শুরু হয়েছে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট (আঞ্চলিক পর্ব,জোন-৩)। উদ্বোধনী দিনে জয় পেয়েছে স্বাগতিক যশোর জেলা দল। দিনের অপর ম্যাচটি ড্র হয়। স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় অংশ নেয় নড়াইল ও ঝিনাইদহ জেলা দল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ঝিনাইদহের রিভা খাতুন ম্যাচের ৩২ মিনিটে একটি গোল করেন। নড়াইল জেলা দলের সাফিয়া খানম ৩৬ মিনিটে একমাত্র গোলটি করেন। দিনের অপর খেলায় জয় পেয়েছে যশোর জেলা দল। যশোর ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে পটুয়াখালী জেলা দলকে। যশোর জেলা দলের ঝর্ণা পারভীন এক মিনিটে এবং ১৩ মিনিটে সোনিয়া খাতুন উভয়ে একটি করে গোল করেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান ও এ জেড এম সালেক, ক্রীড়া সংগঠক এ বি এম আখতারুজ্জামান, আলমগীর সিদ্দিকী, নজরুল ইসলাম, মাহতাব নাসির পলাশ, এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, টুর্নামেন্ট কমিটি আহবায়ক মাহমুদ রিবন প্রমুখ। যশোর ভেন্যুতে খেলছে ৪ টি দল। স্বাগতি যশোরসহ অন্যান্য দল-নড়াইল, ঝিনাইদহ ও পটুয়াখালী। আগামী ২২ ডিসেম্বর জোন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে যশোর ভেন্যুর খেলা। বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজন করেছে এ টুর্নামেন্টের।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)