Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে কালব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর , ২০২৫, ১১:২১:৫৮ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. (কালব) এর ১৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির সদস্যদের ৬ জন মেধাবী সন্তানকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। বৃহস্পতিবার শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
কালব’র উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মদ রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালবের ’গ’ অঞ্চলের ডিরেক্টর শেখ সহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবয় কর্মকর্তা নাসিমা খাতুন ও কালবের যশোর জেলা শাখার প্রোগ্রাম অফিসার পীযুষ কান্তি সরকার।
কালব’র সাধারণ সম্পাদক ইউপি সদস্য কামাল উদ্দীনের পরিচালনার অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, কেশবপুর কালব’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মান্নান, মনিরামপুর উপজেলা কালব’র চেয়ারম্যান আশফাকুজ্জামান, পাঁজিয়া ডিগ্রি কলেজের প্রভাষক শাহজাহান আলী , কপোতাক্ষ মহিলা ও যুব উন্নয়ন সংস্থার পরিচালক সুফিয়া পারভিন শিখা, আবু হাসান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা। অনুষ্ঠানের পূর্বে সমিতির সদস্যদের ৬ জন মেধাবী সন্তানকে ক্রেস্ট ও নদগ অর্থ প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)