যশোর জেলা প্রশাসন ও আ.লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

এখন সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ১০:৫৭:৩৬ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: বুধবার যশোর জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন : যশোরে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। বুধবার বেলা ১১টায়  জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় আলোচকরা বলেন, ‘মুজিবনগর দিবস’ বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খলমুক্তির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। আর এই সকারের অধীনে পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধ। 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত  পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম মুযহারুল ইসলাম মন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন ও শহিদ কর্নেল জামিল স্মৃতি সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) এসএম শহীন। শেষে মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

জেলা আওয়ামী লীগ : যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি  শাহীন চাকলাদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এ কে এম খয়রাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. গাজী আব্দুল কাদের, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হারুনুর রশিদ, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. এম এ বাসার, কার্যকরি সদস্য আনোয়ার হোসেন মোস্তাক, মশিয়ার রহমান সাগর, মারুফ হোসেন খোকন, সামির ইসলাম পিয়াস, সদর উপজেলার ভাইসচেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সমম্পাদক জ্যোৎস্না আরা মিলিসহ  দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু আলোচনা সভা পরিচালনা করন।