এসি নষ্ট থাকায় বেনাপোল ইমিগ্রেশনে গরমে নাকাল পাসপোর্ট যাত্রীরা

এখন সময়: মঙ্গলবার, ২১ মে , ২০২৪, ০৪:৪০:২০ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল ইমিগ্রেশনে এসি নষ্ট থাকায় ভোগান্তি পোহাচ্ছেন ভারত-বাংলাদেশে যাতায়াতকারীরা। ইমিগ্রেশনের আগমন এবং বহির্গমন এলাকায় দেয়ালের সাথে সারিবদ্ধ ভাবে এসব এসি লাগানো।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে পাসপোর্ট ক্লিয়ারিং করতে গিয়ে ঘেমে ভিজে যাচ্ছে। এসি নষ্ট থাকায় ভিড়ে প্রচণ্ড গরমে নাকাল হচ্ছেন।

পাসপোর্ট যাত্রী আব্দুর রহমান জানান, ট্রেনে করে বেনাপোল আসতে কয়েক ঘন্টা লেগেছে। সেখানেও ছিল অসহনীয় গরম। তারপর ভ্রমণ  ফি ও প্যাসেঞ্জার টার্মিনাল চার্জ দিয়ে লাইনে ইমিগ্রেশন-কাস্টমসে আসি। এখানে ও সীমাহীন গরম। এসি থাকলেও নষ্ট। ফলে গরমে ভোগান্তির শেষ নেই।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল ইমিগ্রেশন-কাস্টমসে লাগানো সবগুলো এসিই নষ্ট। আমি যোগদানের পর থেকে দেখে আসছি এগুলো অকেজো। এসিগুলো নষ্ট থাকায় পাসপোর্ট যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। এগুলো দেখাশোনা করে থাকে কাস্টমস কর্তৃপক্ষ। বিষয়টি কাস্টমস কতৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।