মণিরামপুরে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু, প্রথমদিন পেলো ৬৪২

এখন সময়: বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ০৩:২১:২৩ এম

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : উৎসবমুখর পরিবেশে যশোরের মণিরামপুর উপজেলায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধক টিকাদান কর্মসূিচ  শুরু হয়েছে। উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৮৭ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়ার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। সোমবার মণিরামপুর উপজেলা মিলনায়তনে তিন দিনব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শুভ্রা রাণী দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, ডাঃ নাসিম ফেরদৌস, মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী। 
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, মণিরামপুর উপজেলা অডিটোরিয়মে ২৪ নভেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। প্রথম দিনে মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজ, বালিয়াডাঙ্গা খানপুর কলেজ ও মাতৃভাষা মহাবিদ্যালয়ের ৯৩৯ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে তিনটি বুথে ফাইজারের টিকা বিষয়ে প্রশিক্ষিত ছয়জন নার্স ৬৪২ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকার প্রথম ডোজ প্রয়োগ করেছেন। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৫০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকার প্রথম ডোজ দেয়া হবে। জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে টিকাদান কার্যক্রম চলছে। টিকা প্রদানের প্রথম দিনে লক্ষ্যমাত্রার চেয়ে শিক্ষার্থী ছিল কিছুটা কম। কারণ, ইতিমধ্যে বেশ কিছু শিক্ষার্থী টিকা গ্রহণ করেছে।