ফুলতলা (খুলনা) প্রতিনিধি : থানা পুলিশ সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট মোঃ ওয়াহিদুল মহলদার (৪০) কে গ্রেফতার করে। সে ফুলতলার গাড়াখোলা গ্রামের মোঃ শওকত মহলদারের পুত্র। পুলিশ জানায়, মাদকের চালান এসেছে এমন সংবাদের ভিত্তিতে থানার এস আই শফিউজ্জামানের নেতৃত্বে রাত আনুমানিক পৌনে ১০টায় গাড়াখোলার একটি মাছের ঘেরের পাশে টোঙ ঘর থেকে মোঃ ওয়াহিদুল মহলদারকে গ্রেফতার এবং তার হেফাজতে থাকা ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হয়েছে। গ্রেফতারকৃত ওয়াহিদুলকে আদালতের মাধ্যমে মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়। ওসি মোঃ মোস্তফা কামাল বলেন, ওয়াহিদুল একজন মাদক সম্রাট। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের অর্ধডজন মামলা রয়েছে।