ক্রীড়া প্রতিবেদক : ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার জন্য যশোর জেলা দল ঘোষণা করা হয়েছে। ১৩ জানুয়ারি ঘোষিত দলে আছেন-গালিব (অধিনায়ক), লিখন (সহ-অধিনায়ক), সাগর রায়, রবিউল , মিরাজ , সিয়াম , সামিউল , অর্থ খা, অর্ঘ্য ঘোষ, আবেদ, জিম , পিয়াল , নাবিদ , মিদ , নূর, ইমন, জাহিদ ও তৌসিফ। নির্বাচক প্যানেলে ছিলেন, মাহতাব নাসির পলাশ, এএফ এম. মঈনুদ্দীন রোম , আজিমুল হক ও সামছুদ্দীন শাহ্জী (কোচ)। নড়াইল জেলা স্টেডিয়ামে খেলবে যশোর জেলা দল। ১৫ জানুয়ারি যশোর নিজেদের প্রথম খেলায় মুখোমুখি হবে মেহেরপুর জেলা দলের। ১৭ জানুয়ারি যশোরের দ্বিতীয় খেলা চুয়াডাঙ্গা জেলা দলের সাথে। দ্বিতীয় লেগে ১৯ জানুয়ারি মেহেরপুর ও ২১ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে যশোর।