কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা মা-মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়িহাটি গ্রামে। এই ঘটনায় আব্দুল জব্বার মোড়ল বাদী হয়ে হামলা কারীদের বিরুদ্ধে কেশবপুর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িহাটি গ্রামের মৃত আফের মোড়লের ছেলে আব্দুল জব্বার মোড়লের সাথে প্রতিবেশী মৃত এরশাদ আলী মোড়লের ছেলে হাফিজুর রহমান (৪৫), হাফিজুর রহমানের মেয়ে শারমিন খাতুন (২৫), হাফিজুর রহমানের স্ত্রী রোজিনা বেগম (৪২), মৃত এরশাদ আলী মোড়লের স্ত্রী ছবিরোন বেগমের (৬৫) দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার নিয়ে বিরোধ চলে আসছিল। গত সোমবার বিকেলে প্রতিপক্ষরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল জব্বার মোড়লকে উদ্দেশ্যে করে তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় আব্দুল জব্বার মোড়লের স্ত্রী কুলসুম বিবি (৬০) ও মেয়ে রহিমা বেগম (৪০) প্রতিবাদ করায় হাফিজুর রহমান, শারমিন খাতুন, রোজিনা বেগম ও ছবিরোন বেগম মিলে তাদেরকে এলোপাথাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। কুলসুম বিবি ও রহিমা বেগমের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।