Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর এমএম কলেজে শিক্ষার্থীকে মারধর

এখন সময়: বুধবার, ১৪ জানুয়ারি , ২০২৬, ১২:৫৭:৩৯ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি এমএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল ইসলামকে (২১) মারধরে জখম করা হয়েছে। মঙ্গলবার রাতে কলেজের আসাদ হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে। আহত রবিউল ইসলাম জানান, রাত সোয়া ৭ টার দিকে তিনি আসাদ হলের ২০৮ নম্বর কক্ষে একা ছিলেন। এসময় যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে মিকাইলের নেতৃত্বে অজ্ঞাত একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার জেনারেল হাসপাতালে আনেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত রবিউল ইসলামের মাথার আঘাতটি গুরুতর। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, এমএম কলেজে গোলযোগের খবর শুনে পুলিশের টিম সেখানে যায়। ঘটনার সাথে একজনকে থানায় আনা হয়েছে। শিক্ষার্থীকে আহতের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)