Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাতক্ষীরায় প্রতিপক্ষের গুলিতে দুইজন জখম

এখন সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর , ২০২৫, ০৯:০৭:০২ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ওয়াইফাই লাইনের তার কাটতে গিয়ে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে দুইজন জখম হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার শাঁখরা গ্রামের সাবেক মেম্বর সাহেব আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহতদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জখম দু’জন হলেন- সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের আলাউদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৮) ও দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের এস, এম সাইদুর রহমানের ছেলে শাহিনুর রহমান (৩০)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শাহীনুর রহমান সাংবাদিকদের জানান, দুটি মোটরসাইকেলে চারজন লোক ভোররাতে শাঁখরা গ্রামের সাহেব আলি মেম্বরের বাড়ির সামনে এসে ওয়াইফাই লাইনের তার কাটার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে ভোরে আমরা কয়েকজন সেখানে যাই। এরপর তার কাটতে আসা কয়েকজনের মধ্যে একজনকে ধরে ফেললে বাকিরা গুলি চালিয়ে আটককৃতকে ছাড়িয়ে নিয়ে যায়।
তিনি বলেন, চলে যাওয়ার সময় তারা (প্রতিপক্ষ) একটি মোটরসাইকেল ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিনি বলেন, তার পেটে গুলির ছাররা লেগেছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম জানান, ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। একপক্ষের লোকজন তার কাটতে আসলে অপরপক্ষের লোকজন তাদের একজনকে আটক করে। এ সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে এক ধরনের বিস্ফোরকদ্রব্য ব্যবহার করা হয়। এ ঘটনায় দু’জন আহত হয়েছে।
তিনি বলেন, এটি গুলিবর্ষণের কোন ঘটনা নয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বেশ কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)