ফরহাদ খান, নড়াইল : নড়াইলে ‘ইজি ফ্যাশন’ শোরুমের ৯৪তম শাখার উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেটদলের ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে শহরের বাণিজ্যিক কেন্দ্র সিকদার কমপ্লেক্সে ফিতা কেটে ইজি ফ্যাশন শোরুমের উদ্বোধন করেন তিনি।
পোশাক জগতের অন্যতম ব্র্যান্ড ইজি ফ্যাশনের সফলতা তুলে ধরে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বলেন, পোশাকের গুণগত মান বজায় রাখার কারণে ইজি ফ্যাশন অল্পদিনের মধ্যে সাফল্য অর্জন করেছে। ইজি ফ্যাশনের স্বত্ত্বাধিকারীরা ক্রিকেট অনুরাগী হওয়ায় আমি তাদের ডাকে সবসময় এগিয়ে আসি। আসন্ন বিপিএল ক্রিকেট খেলায় প্রতিষ্ঠানটি ‘রংপুর রাইডার্স’ দলকে স্পন্সর করেছে। এটি একটি ইতিবাচক দিক।
এ সময় উপস্থিত ছিলেন-ইজি ফ্যাশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ তৌহিদ চৌধুরী, মহাপরিচালক মোহাম্মদ আমজাদ চৌধুরী, রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি রজিবুল বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, ব্যবসায়ী সিকদার তোফায়েল হোসেনসহ বিভিন্ন পেশার মানুষ। উদ্বোধনী দিনে শোরুমে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।