Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলের পেড়লীতে শান্তি বিনষ্টকারীদের গ্রেফতার দাবি

এখন সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর , ২০২৫, ১০:৩৯:৩০ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে শান্তি বিনষ্টকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পেড়লী বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন-বিএনপি নেতা আসলাম শেখ, কৃষকদল নেতা আলমগীর মোল্যাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে পেড়লী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আলমগীর মোল্যা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওইদিন আমাকেসহ বিএনপি নেতা ইমরান মোল্যা, উজ্জ্বল শেখ, সবির মোল্যা, কবির মোল্যা ছাড়াও কয়েকজনকে আ’লীগ নেতা জাফর শেখ, যুবলীগ নেতা সাজ্জাদ শেখ ও নবু শেখের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন লোক প্রকাশ্যে কুপিয়ে এবং পিটিয়ে পঙ্গুত্বসহ গুরুতর জখম করেছে। এরপর হামলাকারী আওয়ামী ও যুবলীগের চিহ্নিত নেতাকর্মীরা পেড়লী ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। তারা এক বছরের বেশি সময় পলাতক থাকার পর গত ১৯ ডিসেম্বর পেড়লী গ্রামে এসে ফের মহড়া দেয়ায় হামলার শিকার ভুক্তভোগীসহ সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা গ্রামে এসে পেড়লী উত্তরপাড়ার খাজা শেখকে মারতে গেলে তিনি দৌড়ে রক্ষা পান। এছাড়া কালিয়ার একজন জনপ্রতিনিধির ইন্ধনে ২০২৬ সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচন অস্থিতিশীল করার চেষ্টা চলাচ্ছেন তারা। বিষয়টি কালিয়া থানার ওসি ও পেড়লী পুলিশ ক্যাম্প ইনচার্জকে কয়েকবার অবহিত করা হয়েছে। এছাড়া খুলনার ডিআইজি, নড়াইলের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন কৃষকদল নেতা আলমগীর মোল্যাসহ ভুক্তভোগীরা।
এ ব্যাপারে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে তাকে কোনো ভাবেই ছাড় দেয়া হবে না। কেউ অপরাধী হলে তাকে অবশ্য আইনের আওতায় আনা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)