Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় শীতের রাতে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা

এখন সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর , ২০২৫, ১০:৪১:১২ পিএম

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা : খুলনার পাইকগাছায় শীতের রাতে পাড়া-গ্রামে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা। শীতকাল আসলেই ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যায়। গ্রাম,পাড়া-মহল্লা, বাড়ির আঙিনা বা খোলা জায়গায় ছেলে-বুড়ো, তরুণ-তরুণী সবাই মিলে এই খেলায় মেতে ওঠে।
শীতের ঠাণ্ডা আবহাওয়ায় শরীরকে সক্রিয় রাখতে ব্যাডমিন্টন একটি চমৎকার ব্যায়াম, যা ঘাম ঝরিয়ে শরীরকে সতেজ রাখে। সন্ধ্যা নামার সাথে সাথে অফিস ফেরত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সবাই হাতে র‌্যাকেট নিয়ে মাঠে নামে, যা এলাকাকে আনন্দমুখর করে তোলে।
উপজেলার পৌরসদর, গদাইপুর, কপিলমুনি, রাড়ুলী, চাঁদখালিসহ বিভিন্ন গ্রামের বাড়ি, মাঠ বা সড়কের পাশের জমিতে কোর্ট কেটে ফ্লাডলাইটের আলোয় চলছে খেলা। র‌্যাকেটের বাড়ি খেয়ে হাওয়ায় উড়ছে কর্ক। কেউ সমস্বরে পয়েন্ট গুনছেন, কেউবা সুযোগ পেয়ে সজোরে চাপ বসিয়ে দিচ্ছেন বিপক্ষ দলের কোর্টে। কোর্টের চারপাশে র‌্যাকেট হাতে দাঁড়িয়ে অন্যান্য খেলোয়াড় ও দর্শক। র্যাকেটের বাড়ি আর দর্শকের হাতের তালিতে মুখর পুরো এলাকা।
কোর্টের চারপাশে একই সঙ্গে অবস্থান করেন দর্শক ও খেলোয়াড়েরা। খেলা চলাকালীন কোর্টে কেউ ভালো সার্ভ করলে বাহবা দেন তারা। আবার যখন কোর্ট থেকে আওয়াজ আসে থার্টিন হোপ বা ফোরটিন লাস্ট, তখন তাদের মাঝেও শুরু হয় হুড়োহুড়ি। কোর্টের পাশে অপেক্ষারত খেলোয়াড়রা অপেক্ষায় থাকেন মাঠ দখলের জন্য।
ঝামেলাহীন এবং অল্প পরিসরে এর আয়োজন সম্ভব বলেই বৃদ্ধি পাচ্ছে ব্যাডমিন্টন খেলা। আর তাইতো শীতকাল এলেই ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে যায় সারা দেশে। কর্ক হাওয়ায় উড়িয়ে চলে দুই পক্ষের জেতার লড়াই। শীতের সন্ধ্যায় পাড়া, মহল্লায়, শহর কিংবা গ্রামে ব্যাডমিন্টন খেলার এ চিত্র খুব পরিচিত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)