Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আতিয়ারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এখন সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর , ২০২৫, ০৯:০৭:০১ পিএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালি গ্রামের মরহুম শ্যামালী করিগরের ছেলে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান (৮০) আর নেই। বুধবার (১০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে ভদ্রখালি গ্রামে নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার জোহরের নামাজের পর ভদ্রখালী ঈদগাহ ময়দানে কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ ও কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম খানের নেতৃত্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে মাওলানা রবিউল ইসলামের ইমামতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা খান আহসানউল্লাহসহ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)