Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে মায়ের জমি দাবি করায় তরুণীকে মারধর

এখন সময়: শনিবার, ১৯ জুলাই , ২০২৫, ০৬:৩৮:৫০ এম

নিজস্ব প্রতিবেদক : মায়ের পৈত্রিক জমি দাবি করায় মামা ও মামির মারধরে সুরভী (১৭) নামে এক তরুণী জখম হয়েছে। শুক্রবার দুপুরে শহরের মোল্যাপাড়ায় এ ঘটনাটি ঘটে। আহত সুরভী চৌগাছা উপজেলার পেটভরা গ্রামের সোহরাব হোসেনের মেয়ে। সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত সুরভী জানায়, সে এবার প্রগতি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। ঘটনার দিন মায়ের সাথে নানাবাড়ি যায়। এসসময় মায়ের পৈত্রিক জমির সঠিক পরিমাণে ভাগ চাওয়ায় মামা সৈয়দ লিটন ও মামি শাহনাজ রুপা হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে তার মা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, আহত সুরভীর শরীরে জখমের চিহ্ন রয়েছে। মহিলা সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)