# সভাপতি বাবু সম্পাদক রাজ্জাক
শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বাগআঁচড়া হাইস্কুল প্রাঙ্গণে স্থাপিত ভোটকেন্দ্রে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ৭৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় আজিজুর রহমান বাবু ও ৭৬৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুর রাজ্জাক।
এদিন, ভোর থেকেই ভোটকেন্দ্র্র চত্বরে জমে উঠে শ্রমিক সংগঠনের মিলনমেলা। প্রার্থীদের পক্ষে কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি এবং ভোটারদের দীর্ঘ সারি পুরো এলাকাকে প্রাণবন্ত করে তোলে। কঠোর নিরাপত্তা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় পুরো নির্বাচন প্রক্রিয়া।
নির্বাচনে মোট ১,২২৬ জন ভোটারের মধ্যে ১,১৩৯ জন শ্রমিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা উল্লেখযোগ্য অংশগ্রহণের এক দৃষ্টান্ত। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে তাজরুল ইসলাম ও ইউনুস আলী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান লাল্টু, সাংগঠনিক সম্পাদক লিটু ও মন্টু সরদার, প্রচার সম্পাদক উজ্জ্বল কবির, কোষাধ্যক্ষ আবুল কালাম, দপ্তর সম্পাদক শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাসার বিশ্বাস, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক জামসেদ আলী, সড়ক সম্পাদক আরশাদ হোসেন সন্টু, সমাজকল্যাণ সম্পাদক সম্পাদক তবিবর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ ও আল-আমিন।
নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন। তিনি জানান, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে নির্বাচন হয়। এতে দায়িত্ব পালন করেন ১৭ জন প্রিজাইডিং অফিসার, ১২ জনের মনিটরিং টিম ও ১৩ জন স্বেচ্ছাসেবক। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন ৩৫ জন পুলিশ সদস্য। ফলে, কোথাও কোনো বিশৃঙ্খলা ছাড়াই নির্বিঘ্নে শেষ হয় ভোটগ্রহণ।
ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজয়ীদের পক্ষে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন তাঁদের শত শত অনুসারী। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আনন্দ-উল্লাসের ছোঁয়া।