Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে সর্বমঙ্গলা কালী মন্দিরের ১৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এখন সময়: শনিবার, ১৯ জুলাই , ২০২৫, ০৮:৪৯:৩১ এম

 

নড়াইল পৌর প্রতিনিধি : নড়াইল শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী সর্বমঙ্গলা কালী মন্দিরের ১৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে। বৃহস্পতিবার ১৭ জুলাই বিকেল সাড়ে ৫টায় শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানে পুজা-অর্চনা, স্তোত্রপাঠ, আরতি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। শতাধিক ভক্ত-অনুরাগী উপস্থিত হয়ে দেবী কালী মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মন্দির প্রাঙ্গণ ছিল পরিপূর্ণ আধ্যাত্মিক পরিবেশে।

অনুষ্ঠানে এসময়  উপস্থিত ছিলেন জেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুন্ডু,পূঁজা উদযাপন পরিষদ এর সাবেক সভাপতি অশোক কুন্ডু, অসিম কাপুড়িয়া, মন্দির কমিটির সভাপতি কৃষ্ণপদ দাসের সভাপতিত্ব  , সহ -সভাপতি অনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক  স্বপন কুমার বিশ্বাস. উত্তম সাহা সহ মন্দির কমিটির সকল সদস্য ।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  স্বপন কুমার বিশ্বাস জানান, দীর্ঘ ১৩৬ বছর ধরে সর্বমঙ্গলা কালী মন্দিরটি এলাকার ধর্মপ্রাণ মানুষের আস্থা ও ভক্তির প্রতীক হিসেবে টিকে আছে। প্রতিবছর এই দিনে ধর্মীয় উৎসবের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়ে আসছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)