Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০ ছাড়ালো

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০৫:১৫:৪৪ এম

স্পন্দন ডেস্ক: বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে ৫১ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৫ জন রোগী। তাতে এ বছর ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।

যারা মারা গেছেন, তাদের দুজন ঢাকার উত্তর সিটি করপোরেশন এবং একজন খুলনা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে সবচেয়ে বেশি, ১৯ জন মারা গেছেন জুন মাসে। জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মৃত্যু হয়েছে নয় জনের।

এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন মারা যান। ফেব্রুয়ারি মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

৮ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৯২ জন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন এবং জুন মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৫১ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১২০ জন বরিশাল বিভাগের।

এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৯৩ জন, ঢাকা বিভাগে ৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, খুলনা বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, এবং সিলেট বিভাগে এক জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৫১ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৮৬ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৬৫ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)