পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রাম থেকে মোছাঃ হামিদা বেগম (৩৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতার নারীর কাছ থেকে ৬৭ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত হামিদা বেগম একজন মাদক ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বলেন-আটককৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।