নিজস্ব প্রতিবেদক: বাঘারপাড়া থেকে ৩শ’ পিস ইয়াবাসহ ফয়সাল রেজা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার ফয়সালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক ও ইয়াবা উদ্ধার করা হয়। আটক ফয়সাল বাঘারপাড়ার কিসমত মাহমুদপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত মহিদুল ইসলামের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সকালে ফসালের বাড়িতে অভিযান চালায়। এ সময় ফয়সালকে আটক ও তার স্বীকারোক্তিতে ঘর থেকে ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে আটক ফয়সালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘারপাড়া থানায় মামলা দিয়ে সোপর্দ করেছে।