ক্রীড়া প্রতিবেদক: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় টানা তৃতীয় জয় পেয়েছে যশোর জেলা দল। এ জয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠা অনেকটা নিশ্চিত করলো যশোর। দ্বিতীয় লেগে ২১ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা দলের সাথে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে যশোর। সোমবার নড়াইল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যশোর জেলা দল ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে মেহেরপুর জেলা দলকে। টসে জিতে প্রথমে ব্যাট করে মেহেরপুর জেলা দল। ১৫ ওভার এক বলে মাত্র ৪১ রানে অলআউট হয়ে যায় তারা। যশোরের আফিফ হাসান লিখন মাত্র ৬ রান দিয়ে একাই নেন ৫ টি উইকেট। এছাড়া সোহেব ইসলাম নাবিদ ২ রানে ৩ টি এবং সিয়াম হোসেন একটি উইকেট পান। মেহেরপুর জেলা দলের তাসিনের ১৩ রান ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান দু’অংকের ঘরে রান করেতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। জবাবে, ৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে যশোর জেলা দল। দলের পক্ষে আসাদুল্লাহ অপরাজিত ২৩ ও অর্ঘ ঘোষ ১১ রান করেন। মেহেরপুর জেলা দলের আবির হাসান ও রিফাত উভয়ে একটি করে উইকেট পান। এর আগে প্রথম লেগে যশোর জেলা দল ২ টি খেলায় জয় পেয়েছিলো। এর মধ্যে প্রথম খেলায় যশোর ৭৮ রানের ব্যবধানে মেহেরপুর জেলাকে এবং দ্বিতীয় খেলায় চুয়াডাঙ্গা জেলা দলকে ১২৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছিলো।