নিজস্ব প্রতিবেদক : যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন করেছে উদীচীর সাংস্কৃতিক কর্মীরা। রোববার সন্ধ্যায় চাঁচড়া বধ্যভূমিতে এই মোমবাতি প্রজ্বালন করে। মোমবাতি হাতে নিয়ে প্রতিজ্ঞা শেষে স্মৃতিসৌধে মোমবাতিগুলো প্রজ্বালন করা হয়। এ সময় উদীচী যশোরের সভাপতি আমিনুর রহমান হিরু বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন সিপিবি যশোর জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান, উদীচী যশোরের সভাপতি আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সহ সভাপতি আব্দুল আফফান ভিক্টর, সম্পাদক মন্ডলীর সদস্য সাজেদুর রহমান অপু, সুকান্ত দাস প্রমুখ।