জীবননগর প্রতিনিধি : যুব সমাজ ও এলাকার সাধারণ মানুষকে সচেতনার করার লক্ষ্যে বৃহস্পতিবার জীবননগর উপজেলার হাসাদাহ মডেল কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠান হয়েছে। আলোচনা অনুষ্ঠানে হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল- মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশের সহকারী পুলিশ সুপার দামড়হুদা সার্কেল আনোয়রুল কবির।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার্স ইনচার্জ ওসি মামুন বিশ্বাস, হাসাদাহ ক্যাম্পের টুআইসি এএসআই মাসুদ রানা, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাষ্টার, সহসভাপতি শফিকুল আলম লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, জীবননগর উপজেলা বিএনপির সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ মাসুদ, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জেলার জামাত ইসলামী ওলামা দলের সভাপতি মাওলানা ইসরাফিল হোসেন, হাসাদাহ জামাতের রোকন আক্তারুজ্জামান।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন জীবননগর থানার ওসি অপারেশন আতিয়ার রহমান।