নিজস্ব প্রতিবেদক : যশোর রয়েল মেডিকেল সার্ভিসেসের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে সায়েন্টিফিক সেমিনার ও কেক কেটে উদযাপন করা হয়। এই সময় ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার তৌহিদুল আলমের পরিচালনায়, মৌসুমীভিত্তিক রোগ সংক্রমনের উপর সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শতাধিক পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক তৌহিদুল আলম, দৈনিক কল্যাণের বার্তা সম্পাদক তবিবুর রহমান, ডাক্তার খালেদ শামস শাহিদ জামীল, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক সেলিম রেজা, ডাক্তার তোফাজ্জেল হোসেন, ডাক্তার সজিব হাসান, ডাক্তার সৈয়দা সাদিয়া পারভীন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইকবাল হোসেন, পরিচালক শেফালী বেগম, বসুদেব কর্মকার প্রমুখ।