নিজস্ব প্রতিবেদক : এপেক্স ক্লাব অব নড়াইলের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুক্রবার যশোরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট মোড়ের ডাক্তার শান্তা কনসাল্টেশন এন্ড আল্ট্রাসাউন্ড সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৬ এর গভর্ণর অধ্যক্ষ তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৬ এর আইপিডিজি অধ্যাপক এম আব্দুল গণি, এআরসি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলতাফ হোসেন।
এপেক্স ক্লাব অব নড়াইলের সভাপতি অধ্যাপক নির্মল কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৬ এর সাবেক গভর্ণর এপেক্সিয়ান অধ্যাপক আসাদুজ্জামান ফিরোজ, সাবেক গভর্ণর অ্যাডভোকেট শওকত আলী পিল্টু, এপেক্স ক্লাব অব যশোর সিটির সভাপতি জুলফিকার আব্দুল্লাহ,সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কায়েস, এপেক্সিয়ান নাজমা বেগম, এপেক্সিয়ান সুফিয়া মাহমুদ রেখা প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এআরসি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এপেক্সিয়ান আবুল কাশেম।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ জন ডাক্তার দিয়ে ২৫০ রোগীকে চিকিৎসা দেয়া হয়।