Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা

এখন সময়: শনিবার, ২৫ অক্টোবর , ২০২৫, ০১:১১:৩৩ এম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে মাদক ও মানবপাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

এ সময় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলী বাক্স গাইন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ গাইন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ইউনিয়ন জামায়াতের সদস্য আনোয়ারুল ইসলাম, বাজার  ইউনিটের সভাপতি ওয়ালিদ মুহতারামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)