কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী তরুণ প্রজন্মকে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক অনুজা মন্ডলের সভাপতিত্বে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন, সাংবাদিক সাইফুল বারী, সুকুমার দাশ প্রমুখ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস. এম. আকরাম হোসেন সঞ্চালনা করেন। অনুষ্ঠান থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনকে ফুটবল, ক্রিকেট ব্যাট ও বল, ভলিবলসহ ক্রীড়াসামগ্রী প্রদান করা হয়।