কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে নারী ও শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আত্মহত্যা প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতা ও প্রসবকালীন মৃত্যুরোধ বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার তালসার গ্রামে “ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা”-এর উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম। বিশেষ অতিথি ছিলেন সি.এস মোঃ সাজ্জাদ হোসেন সাগর । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মিজানুর রহমান ।
প্রধান অতিথি শিলা বেগম তাঁর বক্তব্যে বলেন, “নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে, তাহলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”
বিশেষ অতিথি সাজ্জাদ হোসেন সাগর বলেন, “বাল্যবিবাহ এখনো গ্রামীণ সমাজে বড় সমস্যা। একে প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।”
সভাপতি মিজানুর রহমান বলেন, “নারী ও শিশুদের প্রতি নির্যাতন রোধে সমাজের প্রতিটি মানুষকে দায়িত্ব নিতে হবে। ওয়াদা সংস্থা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”
উঠান বৈঠকে স্থানীয় নারী উদ্যোক্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।