কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, “আমি যদি দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হই, তবে এ আসনের অবহেলিত জনগোষ্ঠীর মৌলিক চাহিদা খাদ্য, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার উন্নয়নে কাজ করব।”
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার কাজল বলেন, আমি আপনাদেরই সন্তান। ১৯৮৬ সালে মহেশপুর হাইস্কুল থেকে এসএসসি ও ১৯৮৮ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করি।