একুশ

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ১০:১৯:২৭ পিএম

-নাসরীন জামান

একুশ, তুমি রক্তগঙ্গার ইতিহাস।
পিচঢালা কালো পথের রক্তরঞ্জিত বুক।
স্বৈরাচারী শাসকের শোষনের মুখে
তীব্র প্রতিবাদের সোচ্চার শ্লোগান।

একুশ, তুমি ঢাকা মেডিকেল কলেজ গেটে
লাল পলাশের গাঁথা মালা।
মায়ের চোখের অশ্রু, বুকের শূন্যতা।
বেহুশ প্রিয়ার ধূলায় লুটানো আঁচল।

একুশ,  তুমি বায়ান্নর পিঠে আঁটা
হায়েনার মুখে হুঁশিয়ারী লাল পোস্টার।
নগরীর বুকে সজ্জিত শোকের ব্যানার।
সাদা ক্যানভাসে তাজা খুনের খোদিত নাম।

একুশ, তুমি একাত্তরের ঘটনাপ্রবাহ,
বিক্ষুব্ধ জনতার একত্রিত হাতিয়ার।
মহান ত্যাগীর নির্ভেজাল নিবেদিত প্রাণ,
বহু কষ্টার্জিত স্বাধীনতার এক অক্ষয় সম্মান।