Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর ত্রিমোহিনী বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

এখন সময়: শুক্রবার, ২ জানুয়ারি , ২০২৬, ১২:০৯:৩৩ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার ত্রিমহিনী বালিকা বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও প্রেরণাদায়ী। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ। তার প্রাঞ্জল ও সুশৃঙ্খল উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিচুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি কেশবপুর ত্রিমহিনী এজেন্ট ব্যাংকের ইনচার্জ/ম্যানেজার জনাব মো আবুল কাশেম সোহাগ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে ব্যাংকের ভবিষ্যৎ সহযোগিতার আশ্বাস দেন। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক বাঁধন মন্ডল, মোঃ রুহুল কুদ্দুসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও অভিভাবক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু জাফরসহ অন্যান্য অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা এবং তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)