খেজুর চাষী

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৩:৫৭:৩৫ পিএম

-সত্য কাম গুহ

কুয়াশাচ্ছন্ন ভোরে,

হাড় কাঁপানো শীতে,

প্রকৃতি আজ সেজেছে,

সাদা রঙয়ের ধূতিতে।

এমন দিনে খেজুর গাছে,

যৌবন ফিরে আসে,

আঁকা বাঁকা দেহ তার,  

পূর্ণ হয় রসে।

শিউলিরা আজ মনের সুখে,

পল্লী গীতি ধরে,

দুঃখের দিন দূর হবে,

রস বিক্রি করে।