নওয়াপাড়া ও আরবপুরে নৌকা চান ২৬ নেতা

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ১২:০৯:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে  সকল নেতাকর্মীকে কাজ রতে হবে। কেউ যদি দলের প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হলে তাকে আজীবন দল থেকে বহিস্কার করা হবে।
যশোর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বিকেলে শহরে গাড়িখানাস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আরবপুর ও নওয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান তালিকা প্রণয়ন উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগের  সভাপতি মোহিত কুমার নাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, জেলা কৃষকলীগের সাবেক সহসভাপতি আব্দুল মতলেব বাবুসহ ইউনিয়নের নেতৃবৃন্দ। এ দুই ইউনিয়নের ২৬জন চেয়ারম্যান প্রার্থী নামের তালিকা তৈরি করা হয়েছে।
এরা হলেন নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোছাম্মদ রাজিয়া সুলতানা, কেরামত আলী, মাহাবুবুর রহমান মৃদুল, হুমায়ুন কবীর তুহিন, কাজী আলমগীর হোসেন, রফিকুল ইসলাম ফুল, ওসমান গনি,আবু তালেব, হারুন অর রশিদ লাভলু, বিএম জাকির হোসেন, সাজেদুল হক রিপন, রিজাউল ইসলাম, সোহেল রানা ও মশিয়ার রহমান। আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, শাহারুল ইসলাম, মীর আরশাদ আলী রহমান, মিজানুর রহমান মুকুল, একরামুল কবির রবিউল, নুরুল ইসলাস, মোশারেফ হোসেন সরদার, খন্দকার ফারুক আহমেদ বাবু, শহীদুজ্জামান, সাইদুজ্জামান, সাঈদ সরদার, আব্দুর রহমান চুন্নু, উজ্জল হোসেন।