মণিরামপুরের মনিরুল হত্যা মামলায় প্রেমিকা বিথি অভিযুক্ত

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৮:৫৬:৪১ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরের মনোহরপুর গ্রামের মনিরুল ইসলাম মনি হত্যা মামলায় প্রেমিকা বিথি খাতুনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে শার্শা থানা পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান। অভিযুক্ত বিথি খাতুন ঝিনাইদহ সদরের খানকুলা গ্রামে সাইদুর রহমানের স্ত্রী ও শার্শার কাজীরবেড় গ্রামের জনৈক সিরাজুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।মামলার অভিযোগে জানা গেছে, মনিরুল ইসলাম মনি রাজগঞ্জ বাজারে লোকাল বাসের কলারম্যান হিসেবে কাজ করতো। অভিযুক্ত বিথি খাতুনের স্বামী সাইদুর রহমান ওয়েব ফাউন্ডেশন এনজিও’র রাজগঞ্জ শাখায় চাকরি সুবাদে তারা সেখানে বসবাস করতো। সেই সুবাদে বিথি খাতুনের সাথে মনিরুল ইসলামের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ও মোবাইল ফোনে কথাবার্তা বলতো। পরবর্তীতে স্বামীর বদলিজনিত কারণে বিথি খাতুন শার্শায় চলে যায়। তারা কাজীরবেড় গ্রামে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে। গত ২ সেপ্টেম্বর বিকেলে মনিরুল ইসলাম জরুরি কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন ভোরে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে শার্শা থানায় যেয়ে মনির লাশ শনাক্ত করে স্বজনেরা। সেখানে বিথি খাতুন কৌশলে মনিকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মোটরসাইকেলের উপর রেখে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের পিতা আবুল হোসেন বাদী হয়ে বিথি খাতুনকে আসামি করে শার্শা থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় বিথি খাতুনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত বিথিকে আটক দেখানো হয়েছে।