বাল্য বিবাহ প্রতিরোধে কালিগঞ্জে মানববন্ধন কর্মসূচি

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ১২:২৩:৪৩ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি: বাল্য বিবাহ প্রতিরোধে সাতক্ষীরার কালিগঞ্জে সামাজিক উদ্যোগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে বুধবার বেলা ১২টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

মানববন্ধনে বক্তারা বলেন, কালিগঞ্জ উপজেলায় বাল্য বিবাহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে বাংলাদেশের প্রথম বাল্য বিবাহ মুক্ত উপজেলা হিসেবে কালিগঞ্জ উপজেলাকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু কিছুদিন পর আবারো শুরু হয় বাল্য বিবাহ। জনপ্রতিনিধিরা ভোটের ভয়ে বাল্য বিবাহে বাধা না দিয়ে সহযোগিতা করছে। বক্তারা অবিলম্বে বাল্য বিবাহ বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য অ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলিসহ অন্যান্যরা।